ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে চারশ’ বোতল ফেনসিডিলসহ আলী হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাকে আটক হয়।

আটক আলী হোসেন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, সকালে ভারত থেকে ফেনসিডিল নিয়ে পুটখালী গ্রামে প্রবেশ করার পরপরই বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এসময় তার দেহে তল্লাশি করে চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক আলী হোসেন বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

পুটখালী ২৩ বিজিবির ক্যাম্পের সুবেদার সামসুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।