ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি অভিজিৎ রায়

ঢাকা: অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি প্রফেসর ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এ দাবি জানান।



বিবৃতিতে বলা হয়, মুক্তচিন্তা ও বিজ্ঞানমনস্ক প্রতিভাবান ব্যক্তিত্ব অভিজিৎ রায়কে হত্যা এবং তার স্ত্রী লেখিকা বন্যার ওপর হামলার ঘটনায় আমরা ক্ষুব্ধ এবং স্তম্ভিত।

‘অবিলম্বে খুনিদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি,’--বিবৃতিতে বলেন শিক্ষক নেতারা।

একই সঙ্গে নিহতের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‍সাবেক শিক্ষক প্রফেসর ড. অজয় রায় ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।