ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে মাইক্রোবাসের চাপায় সাজেদা খাতুন (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ফ্রেবুয়ারি) দুপুর ১২টার দিকে  সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাজেদা দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলার পার্বতীপুর গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বাংলানিউজকে জানান, দুপুরে সাজেদা সুনামগঞ্জ-সিলেট সড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সাজেদা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।