সিলেট: মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করতে সিলেটে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ অনুশীলন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের সিলেট শাখার সভাপতি আল-আজাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে রোববার (পহেলা মার্চ) সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন, স্বাধীনতার বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আলোচনা ও মুক্তাক্ষরের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার মুক্তিযুদ্ধ অনুশীলনের প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পাঠাগারের জন্যে বইও সংগ্রহ করা হবে। এছাড়া অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হবে মুক্তিযুদ্ধ অনুশীলনের নতুন কার্যকরী পরিষদকে।
স্বাধীনতার মাস বরণ কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ ও সম্পাদক বশির আহমদ জুয়েল।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫