বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মালঞ্চী গ্রামে গলায় ফাঁস দিয়ে লঙ্কেশ্বর (৬০) নামের এক দলিল লেখক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের জঙ্গলে আম গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে মৃত্যুর উপযুক্ত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লঙ্কেশ্বর উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের মালঞ্চী গ্রামের মৃত রাজেশ্বরের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি যদিও আত্মহত্যা, তবু অধিকতর নিশ্চিত করতে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫