ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যাকাণ্ডে দোষীদের বিচার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
অভিজিৎ হত্যাকাণ্ডে দোষীদের বিচার দাবি অভিজিৎ রায়

ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এক বার্তায় এ নিন্দা জানান।



যৌথ বার্তায় তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথিতযশা অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ শুধুমাত্র একজন প্রগতির পক্ষের অনন্য প্রতিভাবান লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন উঁচু মানের প্রকৌশলী।

মৌলবাদ, ধর্মান্ধতা, ধর্ম নিয়ে ব্যবসা, সাম্প্রদায়িকতা প্রভৃতির বিরুদ্ধে খুবই সোচ্চার ছিল অভিজিতের কলম। এবারের বইমেলায় দুটি বইয়ের প্রকাশ উপলক্ষে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক দেশে আসেন অভিজিৎ। আর সেই বইমেলাতেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যা কোনো মতেই কাম্য নয়।

উদীচীর নেতারা অভিযোগ করেন, টিএসসির মতো জনবহুল এলাকায় বইমেলা উপলক্ষে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও খুনিরা পালিয়ে যাওয়ায়, প্রশাসনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে হামলার শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়‍ুন আজাদ। এঘটনাও ওই হামলার সাক্ষী দেয়। মিল রয়েছে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার রাজীব হায়দারের হত্যাকাণ্ডের সঙ্গেও,’--যোগ করেন তারা।

অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান কামাল লোহানী ও প্রবীর সরদার।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।