গোপালগঞ্জ: সার্কভুক্ত দেশের পুলিশ কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ স্টাফ কলেজের উদ্যোগে তারা এ কর্মসূচিতে যোগ দিতে আসেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় বাংলাদেশসহ সার্ক ভুক্ত দেশের ২০জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ছাড়াও গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫