ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বিদেশি পুলিশ কর্মকর্তাদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
বঙ্গবন্ধুর সমাধিতে বিদেশি পুলিশ কর্মকর্তাদের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: সার্কভুক্ত দেশের পুলিশ কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ স্টাফ কলেজের উদ্যোগে তারা এ কর্মসূচিতে যোগ দিতে আসেন।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় বাংলাদেশসহ সার্ক ভুক্ত দেশের ২০জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ছাড়াও গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।