বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইলে স্ট্রবেরিবাহী মিনিট্রাকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপচাঁচিয়া পৌর যুবদলের সভাপতি আফছার আলীসহ বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের ৩২ জনকে আসামি করে ক্ষতিগ্রস্ত ট্রাক চালক জামাল হোসেন হাওলাদার সাগর বাদী হয়ে মামলাটি করেছেন।
এঘটনায় বৃহস্পতিবার দিনগত রাতে মেহেদী হাসান (২২) নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
এর আগে বুধবার দিনগত রাতে পাকরাইলে একটি মিনিট্রাকে পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয় অবরোধ ও হরতাল সমর্থকরা।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫