মানিকগঞ্জ: পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্তদল শনিবার( ২৮ ফেব্রুয়ারি) গণশুনানিতে অংশ নেবে।
শনিবার সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ মোহনাতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এতে তদন্ত দলের প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরু-উর-রহমানসহ বাকী সদস্যরা উপস্থিত থাকবেন।
তদন্ত দলের সদস্য মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল প্রত্যক্ষদর্শী, উদ্ধারকর্মী, পুলিশ, বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫