ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় লঞ্চডুবি

শনিবার গণশুনানিতে অংশ নেবে তদন্ত দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
শনিবার গণশুনানিতে অংশ নেবে তদন্ত দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ( ফাইল ফটো)

মানিকগঞ্জ: পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্তদল শনিবার( ২৮ ফেব্রুয়ারি) গণশুনানিতে অংশ নেবে।

শনিবার সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ মোহনাতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।



এতে তদন্ত দলের প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরু-উর-রহমানসহ বাকী সদস্যরা উপস্থিত থাকবেন।

তদন্ত দলের সদস্য মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল প্রত্যক্ষদর্শী, উদ্ধারকর্মী, পুলিশ, বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।