ঢাকা: রাজধানীতে যুদ্ধাপরাধ বিষয়ে বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিন দিনব্যাপী এই কনফারেন্সের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এসময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, কো-ট্রাস্টি ড. সারওয়ার আলী, ট্রাস্টি ও সদস্য সচিব জিয়া উদ্দিন তারিক আলী, আর্জেন্টিনার যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইব্যুনালের বিচারক ডেনিয়েল ওরাসিয়ো ওবলিগেডো, আন্তর্জাতিক জেনোসাইড স্কলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডেনিয়েল ফিয়ারস্টেইন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী কনফারেন্স শেষ হবে ১ মার্চ রোববার।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, একাত্তরের গণহত্যা, ধর্ষণ ও বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচারের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। আর আন্তর্জাতিক মান ও স্বচ্ছতার সঙ্গেই বিচার কাজ চালিয়ে যাচ্ছে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল বিরোধীরা এনিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমানে দেশব্যাপী বিএনপি-জামায়াত জোট যে রাজনৈতিক সহিংসতা চালাচ্ছে তা একাত্তরের জামায়াতেরই অসম্পূর্ণ এজেন্ডা।
রাজনৈতিক ছদ্মাবরণে এই সহিংসতা যাতে কারও কাছে প্রশ্রয় না পায় সেজন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫