ঢাকা: ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও মুক্তিযুদ্ধের সংগঠক কমান্ডার (অব.) আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী গণমাধ্যমকে এ শোক বার্তার কথা জানান
শুক্রবার ভোর ৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আব্দুর রউফের মৃত্যু হয়।
গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের ভৈরবপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা শেষে ঢাকার মহাখালীর ডিওএইচএস জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। এই জানাজা শেষে তাকে বনানীর নৌবাহিনী কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫