ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গজারী বনে তরুণীর গলাকাটা লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
গাজীপুরে গজারী বনে তরুণীর গলাকাটা লাশ

গাজীপুর: গাজীপুরের গজারী বন থেকে অজ্ঞাত তরুণীর (২৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পাগলী বলে সবাই তাকে চিনত বলে পুলিশ দাবি করলেও তার পরিচয় পাওয়া যায়নি।



 শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়দেবপুর থানা পুলিশ
 লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, গজারিয়া পাড়া জঙ্গলে পাতা কুঁড়াতে গিয়ে স্থানীয়রা তরুণীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। অর্ধনগ্ন ও গলাকাটা লাশের বিভিন্ন স্থানে
 জখমের চিহ্ন রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।