ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে ৪ ককটেলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
শ্রীবরদীতে ৪ ককটেলসহ যুবক আটক ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে চারটি ককটেলসহ সুলতান সরকার (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীবরদী থানাধীন চাংপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
সুলতান চাংপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
 
বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি বিকেলে কয়েক জন দুর্বৃত্ত নাশকতার চালানোর জন্য বিস্ফোরক বহন করছে -এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চাংপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সুলতানকে ককটেলসহ আটক করা হয়।
 
তিনিসহ ৫/৬ জন শেরপুর শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান স্বীকার করেছেন।
 
শ্রীবরদী থানার উপ পরির্দশক (এসআই) বশির আহাম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।