রাঙামাটি: রাঙামাটিতে শেষ হয়েছে সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা।
শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বইমেলার সমাপ্ত ঘোষণা করা হয়।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলাপ্রশাসক সামসুল আরেফিন।
এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী এস এম জাকির হোসেন ও রাঙামাটির সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, বই মননশীলতার প্রতীক, বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বিকাশে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি জাতি গঠনেও বইয়ের ভূমিকা অপরিসীম।
আলোচনা সভা শেষে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫