গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত জুলহাজ উদ্দিন কিরণ (৩৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জুলহাজ গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মাঝরাতের ঝড়ে উপজেলার মাঠেরবাজারে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গাছের ডাল ভেঙে পড়ে।
এ সময় পুলিশ কয়েকটি যানবাহন পাহারা দিয়ে পলাশবাড়ী থেকে গাইবান্ধার দিকে নিয়ে যাচ্ছিলো। পড়ে থাকা গাছের ডালের কারণে পুলিশ বহনকারী পিকআপ ভ্যান ব্রেক চাপলে পেছনে থাকা দু’টি ট্রাক একটি অপরটির সঙ্গে ধাক্কা খায়।
এতে চালবহনকারী ট্রাকের চালক জুলহাজ ধাক্কা খেয়ে স্টিয়ারিং এর সংকীর্ণ স্থানে পড়ে গুরুতর হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায মারা যান তিনি।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, এ সময় পুলিশ ভ্যানে থাকা কনস্টেবল সরাফত আলী ও তরুণ কুমার গুরুতর আহত হন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫