কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামলা বিবি (৪৫) নামে এক গৃহবধূর লাথির আঘাতে জাহানারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর শ্যামলা বিবি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রামবাসী তাকে আটকে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম উপজেলার পৌর এলাকাধীন বারেরা গ্রামের রিকশা চালক শাহজানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে বারেরা গ্রামের মজিব পেশকারের বাড়ির ভাড়াটিয়া রিকশা চালক শাহজানের স্ত্রী জাহানারা বেগমের শিম গাছ খেয়ে ফেলে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির দিনমজুর বজলু মিয়ার স্ত্রী শ্যামলা বিবির একটি ছাগল। এ নিয়ে দু’গৃহবধূর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে শ্যামলা বিবি জাহানারা বেগমের তলপেটে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা এ সময় দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরে শ্যামলা বিবি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫