ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৭১’র পরাজিত শক্তি প্রগতিশীলদের ওপর হামলা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
৭১’র পরাজিত শক্তি প্রগতিশীলদের ওপর হামলা করছে মাহবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করার জন্য ৭১’র পরাজিত শক্তি প্রগতিশীল মানুষদের ওপর হামলা করছে।

শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।



হানিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আজাদের ওপর হামলা করা হয়েছিল। বৃহস্পতিবার ব্লগার অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলা হয়েছে, এতে অভিজিৎ মারা গেছে। এ ঘটনাগুলোর জন্য কারা দায়ী তা প্রকাশিত হয়েছে।

যারা হুমায়ুন আজাদের ওপর হামলায় জন্য দায়ী ছিল, সেই যুদ্ধাপরাধী-জঙ্গি সংগঠনগুলো একাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

হানিফ আরও বলেন, বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার আনসারউল্লাহ বাংলাটিম, হরতাকুল জিহাদ, হিজবুত তাওহীদ, জামায়াতের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। বাংলাদেশকে দীর্ঘ ধরে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টা চলছে, যেটা ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি জামায়াত করেছে। এটা তারই ধারাবাহিকতার অংশ।
 
সরকার বিষয়টি কঠোরভাবে মনিটরিং করছে দাবি করে হানিফ বলেন, যেভাবে হুমায়ন আজাদের হত্যাকারীদের খুঁজে বের করা হয়েছে ও তাদের শাস্তির বিধান করা হয়েছে, সেভাবেই অভিজিৎ’র হত্যাকারীদেরও বিচার করে শাস্তি দেওয়া হবে।

বিএনপির চূড়ান্ত আন্দোলন এর ঘোষণা নিয়ে হানিফ বলেন, খালেদা জিয়া চার বছর ধরে চূড়ান্ত আন্দোলন করে আসছে, সেই চূড়ান্ত আন্দোলনের ফল জনগণ দেখেছে। ফলে আন্দোলনের ভয় দেখিয়ে আর লাভ নেই। তারা নিজেরাই (নেতারা) আন্দোলনে নামতে পারে না, গর্তের মধ্যে লুকিয়ে থেকে ব্যাঙের মত একটি ডাক দিয়ে চুপ করে বিবৃতি পাঠায়।

বিএনপি ক্ষমতা সর্ম্পকে হানিফ বলেন, যাদের বিদেশি প্রভুর কাছে ধর্ণা দিতে হচ্ছে সংলাপে বসানোর জন্য, তারা আমাদের সরকার পতন ঘটাবে কিভাবে। বাংলার মানুষ জানে বিএনপি জামায়াতের মত সংগঠন কোন আন্দোলন  করে, সরকার পতন ঘটানো তো দূরের কথা, কিছুই করতে পারবে না। এটি কর্মীদের ধরে রাখতে ছলচাতুরি কথাবার্তা।   

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।