ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
রাজশাহীতে ইয়াবাসহ আটক ১ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরে ইয়াবাসহ নাদিম হোসেন দুলাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের কাদিরগঞ্জ গ্রেটার রোড থেকে তাকে আটক করা হয়।



আটক দুলাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার আলতাফ হোসেনের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তির কাছ থেকে ৬২০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তি ইয়াবা ব্যবসা করেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

তার বিরুদ্ধে এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হবে বলে জানান এসি ইফতে খায়ের আলম।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।