ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত ছবি: প্রতীকী

পটুয়ালী: পটুয়াখালী-কুয়াকাট মহাসড়কের সালেহিয়াখানকা এলাকায় সড়ক দুর্ঘটনায় মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি খায়রুল কবির খোকন (৩৫) নিহত হয়েছেন।

এ ঘটনায় পিন্টু ও সুমন নামে আরও ২ যুবলীগ নেতা আহত হয়েছেন।

তাদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই মহাসড়কের সালেহিয়াখানকা এলাকায় মোটরসাইকেল এবং ইঞ্জিনচালিত টমটমের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে খায়রুল কবির মারা যান।

পটুয়াখালীর ট্রাফিক পরিদর্শক ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।