ফরিদপুর: চারদিকেই বাঘ আতঙ্ক! গত একমাস ধরে পদ্মার চরে এমনই আতঙ্কে দিনাতিপাত করছিলেন চরের জনগণ।
কয়েক সপ্তাহ আগে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এক যুবককে মেছোবাঘে তাড়া করে।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ, যেখানেই যাচ্ছেন প্রত্যেক্যের হাতে লাঠি। আত্মরক্ষা আর নিজস্ব নিরাপত্তার কথা চিন্তা করেই এভাবে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করছিলেন তারা।
আতঙ্ক দূর করতে বিভিন্ন জায়গার ঝোপ-ঝাড়ে তল্লাশি চালিয়েও এধরনের কিছু পাওয়া যায়নি। তবে সেই বাঘের দেখা মিললো শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে।
এদিন নর্থ চ্যানেলের মোহন মিয়ার হাট এলাকায় মেছো বাঘটি দেখার পর তা পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী। এভাবেই কেটেছে চরবাসীর গত এক মাসের বাঘ আতঙ্ক!
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে জানান, পদ্মানদীর চরাঞ্চল নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর ও মুনসুরাবাদ এবং ডিগ্রিরচর ইউনিয়নের মোহন মিয়ার হাট সংলগ্ন গ্রামে কয়েকটি মেছোবাঘ গত একমাস ধরে গবাদি পশু ও শিশুদের তাড়া করছিল।
সপ্তাহ খানেক আগেও মুনসুরাবাদ গ্রামের শহীদ নামে এক তরুণকে আক্রমণের চেষ্টা চালায় বাঘটি। এতে তিনি বেশ আহতও হন।
এ ঘটনার পর থেকেই চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বাঘ আতঙ্কে বেড়ে যায়। পরে শুক্রবার দুপুরে মোহন মিয়ার হাট এলাকায় বাঘাটকে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।
ফরিদপুর সদর উপজেলা বন কর্মকর্তা আবু বক্কর জানান, বিষয়টি আমাদের আগে জানা ছিল না তাই মেছো বাঘটিকে জীবন্ত উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।
মৃত বাঘটি ওই এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫