মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধূল্লাশিব মেলায় সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বৈলতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এসএসসি পরীক্ষার্থী নজরুল ইসলামকে মারপিট করে ধামরাই উপজেলার অর্জুন নালাইয়ের আব্দুর ছাত্তারের ছেলে উজ্জল হোসেন(২২) ও তার লোকজন। এতে সে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এদিকে, হামলাকারীদের ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও উজ্জলকে আটক করে সাটুরিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫