ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথাবিরোধী লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ এবং সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিৎ রায়সহ সমস্ত মুক্তমনাদের হত্যার বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শুক্রবার সন্ধ্যায় ঢাবি ক্যাম্পাসের পরমাণু শক্তি কমিশনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে এ দাবি জানিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
সোহাগ বলেন, এসব হামলার মূলে রয়েছে ইসলামী ছাত্রশিবির। তারাই বিভিন্ন নামে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।
এসব হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তিনি।
এর আগে অধ্যাপক হুমায়ুন আজাদ ও অভিজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসে আলো মিছিল করেন তারা।
মিছিলটি টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয়ে সড়কদ্বীপ ঘুরে রাজু ভাস্কর্য হয়ে পরমাণু শক্তি কমিশনের সামনে হুমায়ুন আজাদের ওপর হামলার স্থানে গিয়ে শেষ হয়।
সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতৃবৃন্দ।
আলোর মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫