ঢাকা: ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পাশাপাশি ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ) তৎপর রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মোড়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গণজাগরণমঞ্চের কর্মীরা এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে যথারীতি বিভিন্ন কর্মসূচি পালন করছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় বিশেষ করে গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশও তৎপর রয়েছে। যত দ্রুত সম্ভব খুনিদের খুঁজে বের করা হবে বলে।
এ ঘটনায় র্যাবের তৎপরতা নিয়ে ৠাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বাংলানিউজকে বলেন, খুনিদের শনাক্তকরণে র্যাব পুরোপুরি তৎপর রয়েছে। ৠাব-৩ এর পাশাপাশি ৠাব হেডকোয়ার্টারও এ বিষয়ে কাজ করছে। র্যাবের গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
একুশে বইমেলা ফেরার পথে ২৬ ফেব্রুয়ারি রাতে মুক্তমানা ব্লগের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী লেখক অভিজিৎ রায়কে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে আহত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রীকে কোপায় সন্ত্রাসীরা।
পরে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভিজিতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫