ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পিকআপে পেট্রোল বোমায় নিহত ১, দগ্ধ ৫

স্টাফ ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
রূপগঞ্জে পিকআপে পেট্রোল বোমায় নিহত ১, দগ্ধ ৫ ছবি: দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়ণগঞ্জ রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া ব্রিজের মোড়ে একটি চলন্ত পিকআপে হরতাল-অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় একজন নিহত ও ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিআকাপ থেকে লাফিয়ে নামতে গিয়ে গুরুতর আহত মো. কবির শেখ (৪০) নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে ৪টার দিকে মারা যান।

নিহত মো. কবির শেখের সমন্ধী কামরুজ্জামান বাংলানিউজকে জানান, তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ঢামেকে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। তার লাশ গ্রামের বাড়ি বিক্রমপুরে নিয়ে যাওয়া হবে।

তিনি চিকিৎসা অবহেলার অভিযোগ করে বলেন, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার চিকিৎসায় বিলম্ব করেন। এতে তার মাথার রক্তক্ষরণ আরও বাড়ে।

এ ঘটনায় দগ্ধ পাঁচজন হলেন, রাশেদ (২৭), তার ১২ শতাংশ বার্ন। মো. হেলাল (২৭), তার ৩০ শতাংশ বার্ন। আবদুস সালাম (২৮), তার বাম পা পুরো ঝলসে গেছে। বেলাল হোসেন (২৬), তার দুই হাতসহ মুখমণ্ডল ঝলসে গেছে এবং সোহেল (২৫), তার বাম হাত দগ্ধ হয়েছে।

জানা যায়, মাহিন আয়রনের ক্রয় করা ভাঙারি মালামাল নিয়ে ১৪ জন শ্রমিকসহ ওই পিকআপটি ঢাকার ধোলাইপাড় জালালাবাদ আয়রন মার্কেটে যাচ্ছিল। পিআকাপ নম্বর ঢাকা মেট্রো-ঢ ১৪-২১৭১। যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মাহিন আয়রনের ম্যানেজার জহির রায়হান টিটু বাংলানিউজকে জানান, ১৪ জন লেবার ওই পিকআপে ছিলেন। এ ঘটনায় আরও লেবার আহত হয়েছেন কিনা জানার চেষ্টা করছি। তবে অন্যরা আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হতে পারে।

পিকআপ চালক রুবেল মিয়া বাংলানিউজকে জানান, রাত সোয়া ১০টার দিকে যাত্রামুড়া থেকে শিল্প কারখানার মেশিনারিজ মালপত্র নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ গাড়িতে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

তিনি বলেন, এ সময় পিকআপের মালে আগুন ধরে যায়। মালের সঙ্গে থাকা ওই ৫ জন গুরুতর দগ্ধ হন। পরে তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন আগুন নেভায় এবং ওই ৫ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।

তবে মালের ওপর ত্রিপল দেওয়া থাকায় আগুন পুরো পিকআপে ছড়ায়নি বলেও জানান চালক রুবেল মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, পেট্রোল বোমা নিক্ষেপকারীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫/আপডেট ০০৪০ ঘণ্টা, আপডেট ০৪১৬, ০৬২৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।