রাজশাহী: রাজশাহীতে ট্রাকে হামলা চালিয়েছে হরতাল-অবরোধকারীরা। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে শহর বাইপাসে খড়খড়ি এলাকায় এ হামলা চালানো হয়।
আহতের মধ্যে ট্রাক চালক শামীম হোসেনকে (২২) অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রাকের মালিক আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, পাবনা থেকে রাজশাহীতে ফিরছিল খালি ট্রাকটি। এসময় খড়খড়ি এলাকায় জামায়াত-শিবির কর্মীরা প্রথমে ট্রাকে পেট্রোল বোমা হামলা চালায়। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরলেও বাতাসেই তা নিভে যায়। এর কিছু দূর যাওয়ার পর আবারো তারা রাস্তায় গাছ ফেলে ট্রাকের গতি রোধ করেন। এসময় তারা ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
ইটের আঘাতে ট্রাকের সামনের কাঁচ ভেঙে চালাক ও হেলপার আহত হন। কাঁচ ও ইটের আঘাতে চালক ট্রাকের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন।
মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময় : ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫