রাজশাহী: রাজশাহীতে রোলারের নিচে পিষ্ট হয়ে আজগর হোসেন (৩২) নামে এক রোলার চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের কারপেটিংয়ের কাজ চলছিল। রাতে কাজ চলার সময় অপর একটি রোলারের নিচে চাপা পড়েন আজগর। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও বলেন, এরপরও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
বর্তমানে আজগর হোসেনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫