ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

অল্পের জন্য রক্ষা পেলো ৫ শতাধিক লঞ্চযাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
অল্পের জন্য রক্ষা পেলো ৫ শতাধিক লঞ্চযাত্রী

মুন্সীগঞ্জ : ধলেশ্বরী নদীতে ঢাকা সদরঘাট থেকে ভোলাগামী এমভি জামাল-৩ নামের লঞ্চের ‘তলা ফেটে’ পানি ঢোকার পর অল্পের জন্য রক্ষা পেলো প্রায় ৫ শতাধিক যাত্রী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি।



পরে পুলিশের সহযোগিতায় মুন্সীগঞ্জের মিরকাদিমের ধলেশ্বরীর তীরে লঞ্চটি ভেড়ানো সম্ভব হলে বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় যাত্রীরা।

রাত ১১টার দিকে দুর্ঘটনার শিকার যাত্রীদের ভোলাগামী অপর একটি লঞ্চে উঠিয়ে দেয় মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশ।

তবে একটি লঞ্চে সব যাত্রীকে উঠানো সম্ভব না হওয়ায় কিছু যাত্রীকে কাঠপট্ট্রি লঞ্চ ঘাটে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তাদের অপর লঞ্চে উঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তারপুর নৌ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকার সদরঘাট থেকে শুক্রবার রাত ৯টার দিকে সাড়ে ৪০০ থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে এমভি জামাল-৩ নামের একটি লঞ্চ বরিশালের ভোলার উদ্দেশ্যে রওনা হয়।

লঞ্চটি মুন্সীগঞ্জের কাঠপট্ট্রি লঞ্চঘাটের অদূরে পৌঁছালে লঞ্চের ‘তলা ফেটে’ পানি উঠতে শুরু করে। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে ধলেশ্বরী নদীতে টহলে থাকা পুলিশ দল এগিয়ে যায়। পুলিশ সদস্যরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চটিকে দ্রুত কাঠপট্ট্রি লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীর তীরে ভেড়াতে সক্ষম হন।

এর ফলে দুর্ঘটনা কবলিত লঞ্চে থাকা প্রায় ৫ শতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে।

তিনি জানান, লঞ্চে থাকা সব যাত্রী বর্তমানে নিরাপদে রয়েছেন। কোনো যাত্রীর কিছু হয়নি। তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য অপর লঞ্চে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, ২৮ ফেব্রয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।