মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরমুক্তারপুর এলাকায় মিজানুর রহমান (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক।
মিজানুরের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায়। তিনি চাকরির সুবাদে চরমুক্তারপুরে বসবাস করতেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুক্তারপুর নৌ-ফাড়িঁর উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ৪ থেকে ৫ দিন আগে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক মিজানুর রহমান নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন শ্রমিক মিজানের লাশ ধলেশ্বরী নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে নিখোঁজ মিজানুর রহমানের লাশ উদ্ধার করে। কে বা কারা এবং কী কারণে মিজানকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময় : ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫