ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে কিশোরের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
দুর্গাপুরে কিশোরের লাশ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বন্ধনপুর গ্রামে পেয়ারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রনি কুমার প্রামানিক (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

সে ওই গ্রামের কার্তিক কুমার প্রামানিকের ছেলে। সে আমগাছি সাহার বানু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় তার লিঙ্গে ক্ষত পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ব্লেড উদ্ধার করা হয়েছে। এখন লাশ থানায় রাখা হয়েছে।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবু জাফর বাংলানিউজকে বলেন, ঘটনাটি রহস্যজনক। রনি আত্মহত্যা করেছে নাকি, তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ব্লেড দিয়ে তার লিঙ্গ কাটা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

রক্তক্ষরণ না গলায় ফাঁস লাগার কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।