গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ববিরোধের জের ধরে শাহজাহান মিয়া (২৯) ও আনারুল ইসলাম (৩০) নামে দুই যুবককে কুপিয়েছে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহান বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের হবিবর রহমানের ছেলে ও আনারুল একই গ্রামের ফয়জারের ছেলে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা বাজারের ডিবি রোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় ছামিউল ইসলাম নামে এক যুবক দীর্ঘদিন ধরে বামনডাঙ্গা বাজারের ডিবি রোডে একটি ভাড়া ঘরে পোল্ট্রি ফিডের ব্যবসা করে আসছিলেন।
ওই ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা নিজের দাবি করে শুক্রবার দিনগত রাতে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগাতে যায় স্থানীয় মনমথ গ্রামের মহির উদ্দিনের ছেলে লিবন মিয়া ও তার লোকজন।
এতে ছামিউল ও তার পক্ষের শাহজাহান ও আনারুল বাঁধা দিলে শাহজাহান ও আনারুলকে কুপিয়ে জখম করেন হামলাকারীরা। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় : ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫