গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, কয়ছার রহমান (৩৮), নুরবানী বেগম (৩৭), লিমন মিয়া (১১), দেলোয়ার হোসেন (৫৮), আমিরুল ইসলাম (৩৮), রাজা মিয়া (৩০), রেজাউল ইসলাম (২৬), রানা মিয়া (২৪), দুলা মিয়া (৫০), দুদু মিয়া (৪৮), নুরুন্নবী মিয়া (৪৫) ও মতিয়ার রহমান (৪৫)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের দেলোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী মতিয়ার রহমানের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার দুপুরে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। তাদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে দেলোয়ার, রেজাউল, নুরুন্নবী, কয়ছার রহমান ও নুরবানী বেগমের অবস্থা আশস্কাজনক।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় : ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫