সিলেট: সিলেট জেলা জাপার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
নতুন এই কমিটিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী আহ্বায়ক ও সিলেট-৩ আসনের জাপার সমন্বয়ক উছমান আলী চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে সিলেট জেলা কমিটি বিলুপ্ত করে ৭১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলের কেন্দ্রীয় যুগ্ম-দপ্তর সম্পাদক আবুল হাসনাত আহমেদ জুয়েল স্বাক্ষরিত এই কমিটি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমানের মাধ্যমে এসে পৌঁছায়।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন নতুন কমিটির আহ্বয়ক আব্দুল্লাহ সিদ্দিকী।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে সব উপজেলা/পৌর শাখা সমূহের সম্মেলন সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করার জন্যও নির্দেশ দিয়েছেন জাপা চেয়ারম্যান এরশাদ।
কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক পদে মজির উদ্দিন চাকলাদার, বাহার খন্দকার, আহসান হাবিব মঈন, আব্দুল মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান, ব্যারিস্টার ইমানুল হামিদ, আব্দুল মজিদ সরকার, আব্দুস শহীদ লস্কর বশীর।
সদস্য পদে রয়েছেন- প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহমেদ, যুগ্ম সাংগঠনিক সেলিমউদ্দিন এমপি, সাব্বির আহমেদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি, জেলা জাপা নেতা সিরাজ উদ্দিন, মাহবুবুর রহমান চৌধুরী, আবুল কাশেম মন্টু, জহির উদ্দিন পল্টু, আব্দুল মালেক ফারুক (মেয়র জকিগঞ্জ পৌরসভা), এম.এ. মতিন চৌধুরী, নাজমুল ইসলাম, বাশির আহমেদ, আলতাফুর রহমান আলতাফ, আতাউর রহমান চুন্নু, আতাউর রহমান আতা, ইকবাল হোসেন, মাহমুদুর রহমান মাহমুদ, সুফি মাহমুদ পীর এনামুল হক, হেলাল লস্কর, আব্দুল বারী, শহীদ আহমেদ সিব্বির, মরতুর্জা আহমেদ চৌধুরী, নাহিদা আক্তার, রুনা বেগম, মাইনুল ইসলাম হাওলাদার, আরশ আলী বাবলু, অ্যাডভোকেট আব্দুর রহিম, আব্দুল মুকিত মাস্টার, আবু তাহের, আলাউদ্দিন মামুন, আনিছুজ্জামান পাপলু, সাহাবুদ্দিন, হাজী সফর উদ্দিন, আব্দুস সামাদ চৌধুরী, আব্দুল জলিল, আজিজুর রহমান লুকু, নোমান উদ্দিন, বেলায়েত হোসেন চৌধুরী, বাশির আহমেদ, ফখরুল ইসলাম, লুৎফুর রহমান, মলাইম মিয়া, মকবুল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল খালিদ গজনবী, মস্তাক আহমেদ লস্কর, শামীম আহম্মদ, হোসেইন আহমেদ, বাবলু আহমেদ, মঈন উদ্দিন কটই, শামসুদ্দিন রানা, কিউ. এম. ফররুখ আহমেদ ফারুক, বেলাল আহম্মদ, রাসেল আহম্মদ, এম সৈয়দ আলী, মো: কাউসার চৌধুরী, অপু রানা সেন নারায়াণ, জয়নাল হোসেন, আফতাব আলী।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫