ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত।
জানা যায়, নিহত আনোয়ার ওই ভবনের চতুর্থ তলার লেফড করপোরেশন কোম্পানির পিওন ছিলেন।
লেফড করপোরেশনের অ্যাডমিন অফিসার বদরুজ্জামান বাংলানিউজকে বলেন, তিনি রাতে চতুর্থ তলায় ছিলেন। আগুন লাগার পর তিনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিবিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফায়ার সদর দফতরের পরিদর্শক মো. জহির বাংলানিউজকে বলেন, আগুনের খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভায়। আগুনের তীব্র ধোঁয়ায় ৪ জন হতাহত হন। এদের মধ্যে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান। অন্যরা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫