খুলনা: খুলনা জেলায় ডাকাতির প্রস্তুতকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টায় জেলার বটিয়াঘাটার গোয়ালখালী খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পলাশ বৈরাগী, প্রতাপ বৈরাগী, নজরুল ইসলাম, সুমন হোসেন ও আরেফিন গাজী।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫