বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রাম থেকে দু’টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পিস্তল দু’টি উদ্ধার করা হয়।
বিজিবি জানান, বেনাপোল সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অস্ত্র নিয়ে এপারে আসবে- এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে অভিযানে যায়। এসময় অস্ত্র পাচারকারীরা পিস্তল দু’টি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলেও জানায় বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫