চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি রাজহংস লঞ্চে অভিযান চালিয়ে সাত লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, রাজহংস লঞ্চটি ঢাকা থেকে ভোলা যাচ্ছিল। খবর পেয়ে মেঘনা নদীর মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই লঞ্চ থেকে সাত লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সরকারি হিসেবে জব্দকৃত কারেন্ট জালের মূল্য দুই কোটি ছয় লাখ টাকা।
চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার সকাল ৯টার দিকে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫