ঢাকা: গণতান্ত্রিক কর্মী শিবিরের সভাপতি ও ‘গরিবী হটাও আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা কমরেড নুরুল হক মেহেদী গুরুতর অসুস্থ।
তাকে রাজধানীর সোহরাওয়ার্দী জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কমরেড মেহেদীর স্বজনেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
১৯৩৩ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অম্বরনগর গ্রামে জন্মগ্রহণ করেন কমরেড নুরুল হক মেহেদী। তিনি সবার কাছে কমরেড মেহেদী নামেই পরিচিত।
তার বাবা আলী আকবর চৌধুরী একজন জমিদার হলেও তিনি নিজেকে সাম্যবাদী আন্দোলনে যুক্ত করেন। সে কারণে কৃষক আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি এবং কৃষকদের সংগঠিত করতে শুরু করেন।
মওলানা ভাসানী যখন সিরাজগঞ্জ, ভাসানচর, ভরপেটায় কৃষকদের অভাব অভিযোগ নিয়ে ‘কৃষক প্রজা সম্মেলন’ করেন, তখন কমরেড মেহেদীও এই আন্দোলনে নিজেকে যুক্ত রাখেন।
কমরেড মেহেদী কৃষক আন্দোলন করতে গিয়ে সংসার জীবনে আবদ্ধ হননি। সাম্যবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শ্রেণিহীন সমাজ গড়ার স্বপ্ন দেখতেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫