ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
শেরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

শেরপুর: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাইফুল মালেক সুজন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন তার বড় ভাই  শহিদুল ইসলাম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর সদর উপজেলার হাওড়া সাপমারী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।



সুজন ও শহিদুল ওই গ্রামের মৃত জব্বার খাঁর ছেলে।

পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভোরে শহিদুল ও সুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ধারালো দা দিয়ে সুজনকে কুপিয়ে জখম করেন। এ অবস্থায় স্থানীয়রা সুজনকে উদ্ধার করে জিনুম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাকান্দা এলাকায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপরে থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।