সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় ১৫টি লেগুনার তিন হাজার তিনশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, যানবাহনের ফিটনেস না থাকাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি লেগুনাকে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪টি লেগুনাকে দুইশ’ টাকা করে এবং একটি লেগুনাকে পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫