ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় জীবননগর উপজেলার প্রধান পিলার ৭০/৩-এর কাছে মাধবখালীতে ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।



চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আবুল কালাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ-১১৩ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প কমান্ডার এসআই এস বি রাম।

পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, কাটাতারের বেড়া না কাটা, ভারত থেকে  মাদকদ্রব্য পাচার রোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধভাবে সীমান্তে প্রবেশ বন্ধ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।