ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ার দুই ওয়ার্ডে উপ-নির্বাচন ১৯ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
ফুলবাড়িয়ার দুই ওয়ার্ডে উপ-নির্বাচন ১৯ মার্চ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এবং এনায়েতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ৩ নম্বর ওয়ার্ড থেকে ৭ জন ও ৮ নম্বর ওয়ার্ড থেকে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।



ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় রিটার্নিং অফিসার মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার একথা জানিয়েছেন।

তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে ১৩ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ হিসেবে গণ্য করা হয়। ২ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

প্রায় ৩-৪ মাস আগে আছিম পাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক ও এনায়েতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেব মৃত্যুবরণ করেন। এরপর শুন্য পদে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘন্টা ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।