ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
রূপগঞ্জে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী পিকআপে পেট্রোল নিক্ষেপের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

শনিবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে পিকআপ চালক রুবেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে দুপুরে উপজেলার তারাব এলাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার যাত্রামুড়া এলাকার আমিনুল হকের ছেলে আল-আমিন (২৩), তারাব দক্ষিণপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে হাবিবুর রহমান মামুন (২৪), মুগরাকুল এলাকার আব্দুল আলীর ছেলে নজরুল ইসলাম বাবু (৩৫) ও পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার ফতেপুর এলাকার রুপচান মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৬)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় দুর্বৃত্তরা একটি মালবাহী পিকআপে (ঢাকা মেট্রো ঢ ১৪-২১৭১) বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

এতে দগ্ধ হন কবির হোসেন, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, রাসেল মিয়া ও সোহেল মিয়া। অগ্নিদগ্ধদের তাৎক্ষণিক উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে  পাঠানো হয়। এদের মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কবির হোসেন মারা যান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।