ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

লালমোহনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
লালমোহনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট নিক্ষেপ

ভোলা: ভোলার লালমোহনে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ায় নির্বাহী ম্যজিস্ট্রেটের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে, গাড়ির একটি গ্লাস ভেঙে যায় এবং আলাল নামে এক পুলিশ সদস্য আহত হন।


 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার মাহাফুজুর রহমান ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমোহন উপজেলার গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। ওই কেন্দ্রে দায়িত্বরত ছিলেন ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিৎ দেব। তিনি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করেন।
 
পরীক্ষা শেষ হওয়ার পর ভোলায় ফেরার পথে দুবৃর্ত্তরা তার গাড়িতে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির একটি জানালা ভেঙে যায়।  
 
লালমোহন থানার ওসি আক্তারুজ্জমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ায় এ ঘটনা ইট-পাটকেল ছুড়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
 
ভোলার সহকারী পুলিশ সুপার মাহাফুজুর রহমান জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আটক করতে অভিযান চলছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।