দিনাজপুর: প্রগতিশীল লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, রাজনীতিক ও সমাজকর্মী আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইন উদ্দিন চিস্তি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত, ভৈরবীর সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষক সম্পাদক রুবী আফরোজ প্রমুখ।
বক্তারা বলেন, প্রগতিশীল ও সাম্প্রদায়িক মুক্ত চিন্তার মানুষদের পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তের যে অশুভ পায়তারা চলছে তারই অংশ হিসেবে ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে।
নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে আসুন মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫