ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

মানুষের নিরাপত্তা দিতে পারছে না সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
মানুষের নিরাপত্তা দিতে পারছে না সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সরকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ করেছে বগুড়া জেলা ছাত্রফ্রন্ট।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৃথক দুইটি মানবন্ধনে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় ছাত্রফ্রন্ট নেতারা এ অভিযোগ করেন।



লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার এবং সারাদেশে পেট্রোলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরও একটি উজ্জল দৃষ্টান্ত মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড। প্রকাশ্যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেও প্রাণ দিতে হয়েছে তাকে।

তারা বলেন, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ এবং সরকারের দমন-পীড়নে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না।

মানববন্ধনে ছাত্রফ্রন্ট একাংশের জেলা আহ্বায়ক শীতল সাহার সভাপতিত্বে বাসদ (মার্কসবাদী) নেতা আমিনুল ইসলাম, ছাত্রফ্রন্ট নেতা নওশীন মুশতারী সাথী, রাসেল শেখ, আনন্দ, নন্দন সাহা, ভদ্র মোহন এবং ছাত্রফ্রন্ট অপর অংশের সভাপতি কিবরিয়া হোসেনর সভাপতিত্বে ছাত্রফ্রন্ট নেতা শ্যামল বর্মন, রাধারানী বর্মন, আপেল মাহমুদ সুমন, আল আমিন প্রধান তারেক, আম্বিয়া, মেহজাবীন প্রমুখ বক্তব্য দেন।

এর আগে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।