ঢাকা: কেবল অপারেটরদের জাতীয় সম্মেলন আগামী ১৮ মার্চ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
শনিবার (ফেব্রুয়ারি ২৮) বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সম্মেলনের প্রস্তুতি কমিটির আহবায়ক মীর হোসাইন আকতার।
তিনি বলেন, কেবল অপারেটরদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত, লাইসেন্স প্রদানে অনিয়ম বন্ধ, লাইসেন্স ফি কমানো, কেবল টিভির জন্য সঠিক আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতি কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫