ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

কেবল অপারেটরদের জাতীয় সম্মেলন ১৮ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
কেবল অপারেটরদের জাতীয় সম্মেলন ১৮ মার্চ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেবল অপারেটরদের জাতীয় সম্মেলন আগামী ১৮ মার্চ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।   

শনিবার (ফেব্রুয়ারি ২৮) বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সম্মেলনের প্রস্তুতি কমিটির আহবায়ক মীর হোসাইন আকতার।



তিনি বলেন, কেবল অপারেটরদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত, লাইসেন্স প্রদানে অনিয়ম বন্ধ, লাইসেন্স ফি কমানো, কেবল টিভির জন্য সঠিক আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতি কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।