ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

পদ্মায় লঞ্চডুবির ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
পদ্মায় লঞ্চডুবির ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝপদ্মায় লঞ্চডুবির ঘটনায় গঠিত দুটি তদন্ত দলের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ মোহনা ও পুলিশ কন্ট্রোল রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।



প্রায় সাড়ে ৩ ঘণ্টা তদন্তদল দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, উদ্ধারকর্মী, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিসের লঞ্চযাত্রীদের সঙ্গে কথা বলেন।

শুনানিতে মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে তদন্তদলের সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুনানিতে নৌ মন্ত্রণালয়ের তদন্ত দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর-উর-রহমান, সমুদ্র পরিবহনের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম, বুয়েটের অধ্যাপক গৌতম সাহা, বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী আব্দুর রহিম তালুকদার, বিআইডব্লিউটির প্রকৌশলী মফিজুল হক ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান।

এছাড়া ৫ সদস্যবিশিষ্ট জেলা তদন্ত কমিটির শুনানিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসেন।

১০ কার্য দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তদন্ত কমিটি সূত্র জানিয়েছে।

গত  রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দেড়শ যাত্রী নিয়ে দৌলতদিয়া যাওয়ার পথে সারবোঝাই কার্গোর ধাক্কায় ডুবে যায় এমভি মোস্তফা-৩ লঞ্চ। পরে বুধবার পর্যন্ত নদী থেকে মোট ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।