ঢাকা: রাজধানীর পূর্ব কদমতলায় দোলন আক্তার (১২) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশু আহত হয়েছে।
তার বাবার নাম রবিউল ইসলাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দোলনের বাবা জানান, এদিন বিকেলে সে বাসার আশেপাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় বিস্ফোরিত একটি ককটেলে তার মুখমণ্ডল ও শরীরের বেশ কয়েকটি জায়গায় স্প্লিন্টারের আঘাত লাগে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫