ময়মনসিংহ: লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে জন উদ্যোগ নামে একটি সংগঠন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান চুন্নু'র সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আব্দুল মোতালেব লাল, প্রকৌশলী নূরুল আমীন কালাম, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কবি ইয়াজদানী কোরাইশী কাজল, রতন সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে লেখক ও ব্লগার প্রকৌশলী অভিজিৎ রায় হত্যকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫