কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদিতে সিএনজি চালিত অটোরিকশা উল্টে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চরিয়াকোণা এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছেন। তাদের নামপরিচয় পাওয়া যায়নি।
নিহত রুবেল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠরবাড়ি ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন যাত্রী নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠরবাড়ি থেকে একটি অটোরিকশা কিশোরগঞ্জ জেলার ভৈরবে যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চরিয়াকোণা এলাকায় রাস্তার একটি গর্তে চাকা আটকে গেলে অটোরিকশাটি উল্টে যায়।
এতে তিন জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ দায়িত্বরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাই বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫